• ঢাকা
  • বুধবার, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম;
ট্রাক্টর উল্টে, প্রাণ গেল, কিশোর চালকের
ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে।  

নিহত ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে ।.



শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য  ট্রাক্টর দিয়ে মাটি পালানোর সময় উঁচু মাটির স্তুপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে শাহীন পড়ে ঘটনাস্থলেই মারা যায়।  .



কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়।. .

ডে-নাইট-নিউজ / নোয়াখালী প্রতিনিধি

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ