নীলফামারীর ডিমলায় বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম নামের ১৪ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (৯ মে) সকাল সারে ৯টায় ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর তিতপাড়া (মিয়া পাড়া) নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।.
শাহিন আলম উত্তর তিতপাড়া (মিয়া পাড়া) গ্রামের আজিজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন আলম জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। শাহীন সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলে তার বাড়ির সামনে অর্থাৎ সাবেক ইউপি সদস্য তহিদুল ইসলামের বাড়ি হতে বাবলু পাগলার বাড়ি পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাস্তার নির্মাণাধীন কাজের বালু সংরক্ষণ করছিল সেই বালুর ট্রাক্টরটি শাহিন আলমকে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে পরে যায় শাহীন পরে স্থানীয়রা আহত শাহীনকে ডিমলা উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।.
এ বিষয় ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে ড্রাইভার মেরাজ ইসলামকে আটক করে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: