
উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মো: রুবেল মিয়া (৩২) বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৩, তারিখ-০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ, ধারা- সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৯৮/১০৫। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।.
এরই প্রেক্ষিতে গতকাল ১৪/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪ এর সহযোগীতায় রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে সড়ক ও পরিবহন মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সুমন গাজী (২৮), পিতা- মোঃ শুকুর গাজী, সাং- শংকরপাশা, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।.
.
ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: