• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৯ এএম;
তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত
তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল গাগরাখালি গ্রামের আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের সুজন (২১) ও সিয়াম আহমেদ।  .

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির। তিনি জানান, নিহতরা নাটোর সিটি কলেজের ছাত্র। আজ সকালে তারা সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাটোর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো যানবাহন বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ