• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে একইস্থানে পরপর ৯ টি দুর্ঘটনা: নিহত এক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩২ পিএম;
ফুলবাড়ীতে একইস্থানে পরপর ৯ টি দুর্ঘটনা: নিহত এক
ফুলবাড়ীতে একইস্থানে পরপর ৯ টি দুর্ঘটনা: নিহত এক

ফুলবাড়ীতে একইস্থানে পরপর
৯ টি দুর্ঘটনা: নিহত এক
বিটুমিনের কারণে এমন দুর্ঘটনাকে দায়ী করে এলাকাবাসীর সড়ক অবরোধ: এডিসির উপস্থিতিতে সড়কের কাজ শুরু, অবরোধ প্রত্যাহার
.

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী নৈশ্যবাস ও মাইক্রোবাসসহ পরপর ৯টি বিভিন্ন যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে রহিমা বেগম ৩৭) নামের এক পিকআপ যাত্রীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জেলার কাহারোল উপজেলার তারাগাঁও ইউনিয়নের সাহাড়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় গুরুত্বর দুইজনসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। .


শনিবার (১ জুলাই) ভোর থেকেই দফায় দফায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম প্রমুখ।.


এঘটনায় সড়কে অতিরিক্ত বিটুমিন ব্যবহার করার করণেই দুর্ঘটনা ঘটছে দাবি করে অবরোধ করেন এলাকাবাসী। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী উপস্থিতিতে সড়ক সংস্কার কাজ শুরুর আশ^াস পেয়ে অবরোধ তুলে নেন এলাকাবাসী। .


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে শনিবার ভোর ৪টায় ঠাকুরগাওগামী ০১ টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষ ঘটে। পরে সাড়ে ৪টায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি  সাদা পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৪৭৭৩) ও ঢাকাগামী আমবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-৯৫৫৭) মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। পরে আরেকটি নীল পিকআপ (ঢাকা মেট্রো-ড-১১-৭৩৭৫), (ঢাকা মেট্রো-ড ১৪-৮৫৩০) ও (ঢাকা মেট্রো-ন-১৯-৪৭৭৩) নম্বরের দুইটি পণ্যবাহী ট্রাক, হানিফ পরিবহনের একটি নৈশ্য যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৫৯৪) দুর্ঘটনার শিকার হয়। পরে সকাল ৯ টায় আরো একটি নীল পিকআপ (ঢাকা মেট্রো-ড-১৪-৫৫৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে একটি মসজিদে ঢুকে পড়ে। আহত সকলকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।.


এদিকে এ ঘটনায় এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে সড়কে গাছের ফেলে সড়ক অবরোধ করেন। এতে আটকা পড়ে শতশত যানবাহন।  স্থানীয় রবিউল ইসলাম, মো. রুবেল ও আব্দুল রহমান বলেন, সড়কটিতে অতিরিক্ত বিটুমিন ব্যবহারের ফলে সড়কটিতে কোনো খোয়া বা পাথর নেই। যার ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কটি পিচ্ছিল হয়ে যায়। এতে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ঈদের দিনেও সেখানে দুর্ঘটনায় একটি গর্ভবতী নারীর মৃত্যু হয়। এই দুর্ঘটনাগুলোর কারণে আমরা ঠিক মতো বাহিরেও যেতে পারছি না আতঙ্কে। দোকান খুলে বসে থাকলেও কখন যে কোন গাড়ী এসে দোকানে ঢুকে পড়ে সে আতঙ্কে আছি। আজ একদিনেই ৯টি দুর্ঘটনা। আমরা চাই সড়কটি দ্রুত সংস্কার হোক। সংস্কার না হওয়ায় অবধি সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। 
ফুলবাড়ী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ভোর থেকেই বিভিন্ন যানবাহন ওই একইস্থানে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহসহ যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে।  এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ অবরোধ করলেও পরবর্তীতে অবরোধ তুলে নেন। এখন যানবাহন চলাচলা স্বাভাবিক হয়েছে। .


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি দুঃখজনক। এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পরে জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় সড়কটি তাৎক্ষণিক সংস্কারের উদ্যোগ নেয়া হলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। একইসাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ওই মসজিদে এক লাখ টাকা অনুদান দেয়া হয়। .


উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ইতোপূর্বে কখনো এতোগুলো যানবাহন একসাথে দুর্ঘটনার শিকার হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এদিকে অবরোধ তুলে নেয়া হলে থানা পুলিশের প্রচেষ্টায় সড়কের দুই পাশের্^ কয়েক ঘণ্টা ধরে আটকে থাকা শতশত ছোট-বড় যানবাহন চলাচলা স্বাভাবিক হয়। 
 . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ