দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপের চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত ওই পিকআপের আরো তিনজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ীস্থ ফকিরপাড়া ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, দুর্ঘটনায় কবলিত মিনি পিকআপের চালক ও চাঁপাইনবাবগঞ্জের গো-মোস্তফাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও হেলপার একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামের এনামুল হকের ছেলে মো. মামুন (২৮)। গুরুত্বর আহতরা হলেন, ওই পিকআপের শ্রমিক নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝড়বৃষ্টির মধ্যে শুক্রবার ভোর ৬ টায় কুল বরই দিনাজপুরে আনলোর্ড করে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে ফুলবাড়ীস্থ ফকিরপাড়া ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে অপরদিক থেকে আসা অজ্ঞাত যানের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হেলপারসহ আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক হেলপার মামুনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুত্বর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, পিকআপটি উদ্ধারসহ নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ দুটো হস্তান্তর করা হয়েছে।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: