মিজানুর রহমান মিজান সিলেট(বিশ্বনাথ)::বিশ্বনাথে বাস ও দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদুজ্জামান (১৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ সেপ্টেম্বর ) বিকাল ৫টার দিকে বিশ্বনাথ-রসিদপুর সড়কের দুর্গাপুর (কারিকোনা) নামক স্থানে ইভা ফার্নিচারের সম্মুখে।
.
নিহত শাহেদ বিশ্বনাথ পৌরসভার ইলামের গাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলেও আল-মদিনা বিদ্যানিকেতনের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় মোটর সাইকেলের আরো তিন আরোহী গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।তাদেরকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
.
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার বিকালে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখী এক যাত্রীবাহী বাসের (নম্বর সিলেট-জ ১১-০৬০২) সাথে দুর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে রসিদপুর গামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় দুই মোটর সাইকেলে থাকা বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছেলে জহির (১৯),চান্দশীর কাপন গ্রামের আলামিন(২০), ইলামের গাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে শাহেদুজ্জামান (১৮)ও উত্তর মিরেরচর গ্রামের আব্দুর রসিদের ছেলে কাউছার (১৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের মধ্যে ২ জনের অবস্থা অতীব আশঙ্কাজনক বলে জানায় ঐ সুত্রগুলো।
.
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , “বাস ও দুই মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
.
.
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান সিলেট(বিশ্বনাথ):
আপনার মতামত লিখুন: