বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে ৩ সন্তানের জনক আব্দুল কাদির নামের এক ব্যাক্তির রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। আব্দুল কাদির (৫০) বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভাটগাঁও গ্রামের মৃত তবারক মিয়ার ছেলে।.
.
বৃহস্পতিবার ৪ঠা জুলাই ভোরে ফজরের নামাজ শেষে নিজ বাড়ির রান্না ঘরের বাঁশের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত আব্দুল কাদির বিবাহিত এবং ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। কি কারণে তিনি আত্মহত্যা করেন এমন ব্যাখ্যায় পরিবার সূত্রে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।.
.
ঘটনার স্থল পরিদর্শন করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল হোসেন ও ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু। তারা জানিয়েছেন পরিবার ও আত্মীয় স্বজনের কারো কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশের দাফন প্রক্রিয়া চলমান রয়েছে। .
.
আত্মহত্যার খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। .
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: