
বিশ্বজুড়ে বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬৮ জনে। .
এছাড়া এ ভাইরাসে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৯০ জন। কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৭ হাজার ৭৩৭ জনে।.
আজ সোমবার সকালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। .
বিশ্বজুড়ে গত একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া এই সময়ে সবচেয়ে মৃত্যু হয়েছে রাশিয়ায়। দৈনিক করোনায় মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এরপরই বিশ্বে মৃত্যুর শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্র, ইতালি, মেক্সিকো, তুরস্ক, কলম্বিয়া, ফ্রান্স, ব্রাজিল ও যুক্তরাজ্যের মতো দেশগুলো রয়েছে এ তালিকায়।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: