ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে অনিকা (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল দশটার দিকে স্কুলে যাবার পথে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া (মোড়ে) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।.
নিহত ছাত্রী বেনাপোল বড় আঁচড়া গ্রামের আলমগীরের মেয়ে। অনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।.
স্থানীয়রা জানান, ভারতের রপ্তানীমুখী ১০ চাকার ট্রাকটি রাস্তার উপরে ঘোরানোর সময় পিছনে ডাবল চাকায় এক স্কুল ছাত্রী পৃষ্ঠ হয়। সাধারণ জনতা মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে যশোরে রেফার করলে যশোর যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়।.
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে আসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: