• ঢাকা
  • শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৭ পিএম;
বড় ভাইয়ের,  কোদালের আঘাতে,  ছোট ভাইয়ের মৃত্যু
বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।.


নিহত মো.আমিন উল্লাহ (৬০) উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।    .

 .


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, একই দিন সকাল ৯ টারদিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।  .

 .


পুলিশ ও স্থানীয় জানা যায়, বৃহস্পতিবার সকালে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট  ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে বুকে আঘাত করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত্বর আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।.

 .


সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হযরত আলী মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পর পরই পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  
 . .

ডে-নাইট-নিউজ / নোয়াখালী প্রতিনিধি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ