• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মহেশখালী সোনাদিয়া চ্যানেলে পর্যটকবাহী নৌকাডুবি ১৪ জন তরুণ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৬ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩৭ পিএম;
মহেশখালী সোনাদিয়া চ্যানেলে পর্যটকবাহী নৌকাডুবি ১৪ জন তরুণ উদ্ধার
মহেশখালী সোনাদিয়া চ্যানেলে পর্যটকবাহী নৌকাডুবি ১৪ জন তরুণ উদ্ধার

০৪ অক্টোবর/১০/২০২১ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় কক্সবাজার সদরের খুটাখালী ইউনিয়নের বাঘকুম  গ্রামের ১৫ জন বন্ধু একত্রে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কক্সবাজার মহেশখালীর কুতুবজোম ইউপিস্থ সোনাদিয়া দ্বীপে বেড়াতে যায়। সোনাদিয়া দ্বীপে দুপুরের খাবার শেষে সকল বন্ধু মিলে নৌকা নিয়ে পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখতে যায়। জাহাজ দেখে ফেরার সময় রাত ৮টার দিকে সাগরের মাঝ পথে ব্ল্যাকের দিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি বালির চরে আটকা পড়ে। তখন ১৫ জন বন্ধু মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টা করলে ভাটার টানে নৌকাটি সাগরের মাঝখানে চলে যায়। একপর্যায়ে সেখানকার তরুণদের মধ্যে একজন জরুরি সেবা (৯৯৯) নম্বরে কল করে তাঁদের উদ্ধারের জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে সহযোগিতা চান। .

৯৯৯ এর কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মহেশখালী থানা পুলিশের একটি চৌকষ টিম পৌছে যায় এবং মহেশখালী থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে রাত অনুমান সাড়ে ১১ টার  দিকে দুটি নৌকা নিয়ে ঘটনাস্থল থেকে ১৪ জন পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ট্রলারে থাকা সকলেই কক্সবাজার চকরিয়ার খুটাখালীর বাসিন্দা।. .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান 

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ