• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মারা গেছেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তোনিও 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম;
মারা গেছেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তোনিও 
মারা গেছেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তোনিও 

মারা গেছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর ।.

আন্তোনিও প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছিলেন। ব্রাজিলে ১৯৫০ বিশ্বকাপ, সুইজারল্যান্ডে ১৯৫৪ বিশ্বকাপ, সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপ, চিলিতে ১৯৬২ বিশ্বকাপ এবং ইংল্যান্ডে ১৯৬৬ শেষ বিশ্বকাপ মিলিয়ে মোট ১১টি বিশ্বকাপ ম্যাচে মেক্সিকোর গোলপোস্ট সামলিয়েছেন তিনি।.

কারবাহালের পাঁচ বিশ্বকাপে খেলার রেকর্ড স্থায়ী হয়েছিল ৩২ বছর। ১৯৯৮ বিশ্বকাপে জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিয়াস রেকর্ডটিতে ভাগ বসান। পরবর্তীতে কারবাহালের স্বদেশী রাফায়েল মার্কেজ এবং আন্দ্রেস গুয়ার্দাদোও এই তালিকায় নাম লেখান। এরপর সর্বশেষ কাতার বিশ্বকাপে গুয়ার্দাদোর সঙ্গে এই রেকর্ডে যুক্ত হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নামও।.

আন্তোনিও কারবাহাল মেক্সিকোর জার্সি ও ক্লাবের জার্সিতে খেলেছেন ৪৪৯ ম্যাচ। ক্লাব পর্যায়ে তার অধিকাংশ সময় কেটেছে মেক্সিকোর ক্লাব লিওতে। ১৬ বছর খেলেছেন এ ক্লাবের হয়ে। ম্যাচ খেলেছেন ৩৬৪টি। . .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ