• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম;
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত ৪০ জন।.

গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।.

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।.

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ শহরের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপকে ধাক্কা দেয় এবং পরে সড়ক বিভাগের বিলবোর্ডের পিলারে গিয়ে পড়ে। এতে বিলবোর্ডটি পড়ে ভেঙে যায়। বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়।  .

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন।  ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  .

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ