রাঙ্গুনিয়ায় নিজেদের ঘরে এক ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের নাম মো. ইসকান্দর ও রুমা আকতার (২২)। বাড়ি উপজেলার লালানগর ইউনিয়নের কুলকুরমাই এলাকায় ।শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে গেছে, শুক্রবার দুপুরে স্বামী ইসকান্দর ও স্ত্রী রুমা দুজনে তাঁদের শয়নকক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যান। তাঁদের এক বছর বয়সী ছেলেসন্তান নিয়ে দাদি ফিরোজা বেগম অন্য কক্ষে ছিলেন। দুপুর গড়িয়ে শেষ বিকেলে তাঁরা কক্ষ থেকে বের না হওয়ায় ফিরোজা বেগম ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ঢোকেন। .
এ সময় তাঁরা দেখতে পান, ঘরের বিমের সঙ্গে ওড়নায় স্বামী-স্ত্রীর নিথর দেহ ঝুলছে। পরে প্রতিবেশীরা লাশ নামিয়ে দেখেন তাঁরা মৃত। পরে পুলিশে খবর দেওয়া হয়। নিহত রুমা আকতারের পৈতৃক বাড়ি একই উপজেলার রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকায়।.
রুমার বাবা জামাল উদ্দিন বলেন, দুই বছর আগে কাতারপ্রবাসী ইসকান্দরের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। মেয়ের দেবর ও শাশুড়ির বিরুদ্ধে মেয়ে ও জামাতাকে হত্যার অভিযোগ করেছেন তিনি।.
ঘটনাস্থলে গিয়েছিলেন রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।. .
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া
আপনার মতামত লিখুন: