• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজবাড়ী পদ্মা নদীতে তিন বছর শিশুর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম;
রাজবাড়ী পদ্মা নদীতে তিন বছর শিশুর মৃত্যু
রাজবাড়ী পদ্মা নদীতে তিন বছর শিশুর মৃত্যু

রাজবাড়ীতে নানির সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ইসমাইল (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর স্কুলের পাশের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাইল জেলার কালুখালী উপজেলার মদাপুর গ্রামের রুবেলের ছেলে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশনের সহকারী পরিচালক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।.

তিনি জানান, ইসমাইল তার নানাবাড়িতে বেড়াতে এসে নানির সঙ্গে সিলিমপুর স্কুলের পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। হঠাৎ ইসমাইল নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। ওই সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পে‌য়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু‌টি‌কে উদ্ধার করেন। প‌রে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ