• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামুতে বাস কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ আহত ১০


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৯ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:১৬ পিএম;
রামুতে বাস  কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ আহত ১০
রামুতে বাস কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ আহত ১০

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস - কাভার্ডভ্যানের মুখােমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে, রবিবার (২৯ আগস্ট )বেলা আড়াইটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরী সংলগ্ন মােড়ে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে এতে নিহত ক্যাভার্ডভ্যান চালক মাে, নানু ( ৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। .

এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান - রাবার বাগান মােড়টি খুবই দূর্ঘটনাপ্রবণ।  এ মােড়ে চট্টগ্রাম অভিমুখি কাভার্ডভ্যানটির সাথে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখি যাত্রীবাসের মুখােমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান। .

এতে বাসের ১০ জনের বেশী যাত্রী আহত হন এরমধ্যে বাসটির চালক সহ কয়েকজনের অবস্থা আশংকাজনক রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানিয়েছেন দূর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয় এরমধ্যে মাে নানু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। .

আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে অন্যান্যদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ পরিদর্শক ( এসআই ) মুজিবুর রহমান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়ােজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে ।. .

ডে-নাইট-নিউজ / কায়সার কক্সবাজার প্রতিনিধি

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ