• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায় নিহত ১৭ জনের নাম পরিচয় জানা গেছে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৮ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৩০ এএম;
ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায় নিহত ১৭ জনের  নাম-পরিচয় জানা গেছে
ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায় নিহত ১৭ জনের নাম-পরিচয় জানা গেছে

ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী নৌকার সাথে বালুবোঝাই ট্রলাররের সংঘর্ষে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ১৭ জনের নাম-পরিচয় শনাক্ত করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ১৭টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ১৭ জনের মধ্যে একজন যুবক ছাড়া বাকি সবাই নারী ও শিশু। নিহতরা হলেন, নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পৈরতলা এলাকার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫) ও ফারুক মিয়ার স্ত্রী কাজলা বেগম, দাতিয়ারা এলাকার মোবারক মিয়ার মেয়ে তাসফিয়া মিম (১২), সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেরকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর (৮) ও চিলোকুট গ্রামের আব্দুল্লাহ মিয়ার শিশু কন্যা তাকুয়া (৮), নরসিংসার গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭), ভাটপাড়া গ্রামের ঝারু মিয়ার মেয়ে শারমিন (১৮), বিজয়গর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হকের ছেলে আরিফ বিল্লাহ (২০), বেড়াগাঁও গ্রামের মৃত মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৭) এবং তার মেয়ে মুন্নি (১০) ও আব্দুল হাসিমের স্ত্রী কমলা বেগম (৫২), নূরপুর গ্রামের মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০), আদমপুর গ্রামের অখিল বিশ্বাসের স্ত্রী অঞ্জনী বিশ্বাস (৩০) ও পরিমল বিশ্বাসের মেয়ে তিথিবা বিশ্বাস (২) এবং ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগমের (৪৫)। বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাদেহাড়িয়া গ্রামের কামাল মিয়ার শিশু মেয়ে মাহিদা আক্তার (৬), একই উপজেলার মনিপুরের মৃত আব্দুল বারীর ছেলে সিরাজুল ইসলাম (৫৮)। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলছে নিহতদের মরদেহ শনাক্তের প্রক্রিয়ার কাজ। সেখানে শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, জেলা সদর হাসপাতালে মরদেহগুলো নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করতে এখানে এসেছেন। শনাক্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে।.

.

ডে-নাইট-নিউজ / মোঃ নোমান খান

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ