লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দূর্ঘটনায় শাহরিয়ার আহম্মেদ মিশাদ (২১) নামে হাজিরহাট বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মিশাদ কমলনগরের উপকূল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও হাজিরহাট প্রতিবেশী কম্পিউটার এন্ড টেলিকমের মালিক ।.
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকালে কমলনগরের মুন্সিরহাট বাজারের একটু উত্তরে এক মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।.
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (আনুমানিক) সন্ধ্যা ৫.৪০ মিনিটের দিকে কমলনগরের মুন্সিরহাট বাজারের আধা কিলোমিটার উত্তরে মোটর সাইকেলে করে ৩জন লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন, হঠাৎ সামনে একটি বাই-সাইকেল এসে পড়লে ব্রেক করায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনজন গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় মিশাদ সহ তিন জনকেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে করা হয়।.
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল দূর্ঘটনায় তিনজন গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় মিশাদসহ তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশাদকে মৃত ঘোষণা করে।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: