• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫০ এএম;
সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু 
সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু 

টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ মার্চ রবিবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা গ্রামে এ ঘটনা ঘটে।.

 ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া।.

পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ ওমর আলী রবিবার বিকেলে বাড়ির পাশে সামাজিক বনে ঝড়া পাতায় আগুন লাগাতে যান।একপর্যায়ে আগুনের মাত্রা বেশি হলে তিনি তা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করার সময় আগুনের ওপর পড়ে যান। তিনি অসুস্থ শরীরে পড়ে গিয়ে আর ওঠে দাঁড়াতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।.

এ বিষয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল বলেন, ইতিমধ্যে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি, নিহতের পরিবারবর্গ প্রাথমিক ভাবে ধারণা করছেন ওমর আলী (৬৫) বয়স্ক ও দীর্ঘদিনের অসুস্থ থাকায় জঙ্গলে আগুন লাগাতে গিয়ে পড়ে আর হয়তো ওঠে দাড়াতে না পেরে শরীরে আগুন লেগে মৃত্যু বরণ করে ওমর আলী (৬৫)।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ