• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১২ পিএম;
সাত বছর বয়সে,  মৌলিক গান গেয়ে,  সবাইকে চমকে দিয়েছে,  রুপকথা
সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা

বিনোদন প্রতিবেদক : প্রতিভা কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। যুগযুগ পরে এমন প্রতিভার জন্ম হয় পৃথিবীতে। এমন একজন প্রতিভা হলো ৭ বছরের শিশু রূপকথা। খোদা প্রদত্ত এক বিরণ প্রতিভার অধিবারী এই শিশুটি। মাত্র ৭ বছর বয়সে একটি মৌলিক হান গেয়ে সবাইকে অবাক করে দিয়েছে সে। গানটিতে সে মডেলিংও করেছে। .

 .

প্রাইম মিউজিক ব্যানারে ”মা” শিরোনামে এই গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৫ হাজার মানুষ গানটি শুনেছেন এবং লাইক,কমেন্ট ও শেয়ার করেছেন। মিউজিক ইন্ডাষ্ট্রিতে যা একটি বিরল ঘটনা।  গানটির লিরিক লিখেছেন এই সময়ের জনপ্রিয় গীতিকার প্রায় ৩ হাজার গানের শ্রষ্ঠা সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক। সুর ও সংগীত করেছেন প্রখ্যাত মিউজিক কম্পোজার ও সংগীত শিল্পী বেলাল হোসেন চঞ্চল। .

 .

সন্তানের কাছে মা এক অমুল্য সম্পদ। কোন সন্তান যখন মা হারায় বা মায়ের আদর,¯েœহ, ভালোবাসা থেকে বঞ্চিত হয় তখন সে গহীন অন্ধকারে পতিত হয়। তার  পৃথিবীটা কঠিন হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে দু:খ,কষ্ট হানা দেয়। সেই মায়ের অভাবকে উপজীব্য করে ”মা” শিরোনামের এই গানটি তৈরি করা হয়েছে।আর গানটিতে পারফেক্ট ভয়েস দিয়ে রূপকথা তার প্রথম মৌলিক গানেই বাজিমাত করে ফেলেছে। মিউজিক ইন্ডাষ্ট্রিতে এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। সংগীত বোদ্ধারা রূপকথার মাঝে এক সম্ভাবনাময় কন্ঠ শিল্পীর ছায়া দেখতে পাচ্ছেন। .

 .

রূপকথা এখন তুতীয় শ্রেণীর ছাত্রী। তার নানী সংগীত শিল্পী মহুয়া লিপির কাছেই গানের তালিম নিচ্ছে। ”মা” শিরোনামের গানটি রিলিজ হওয়ার পর দোয়া,আশীর্বাদ,শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে সে। বাংলাদেশে সম্ভাবত সেই-ই সব থেকে কণিষ্ঠ সংগীত শিল্পী। আমরা রূপকথার সংগীত জীবনের সাফল্য কামনা করি এবং  মিউজিক কোম্পানীগুলোর কাছে অনুরোধ জানাই রূপকথাকে বেশি বেশি সুযোগ দানের জন্য। কারণ, প্রতিভার পরিচর্জা ও মূল্যায়ণ না করলে প্রতিভার সুষ্টি হয় না।. .

ডে-নাইট-নিউজ /

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ