• ঢাকা
  • বুধবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টাংগাইলের সখীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করল সখিপুর থানা পুলিশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৫১ পিএম;
টাংগাইলের সখীপুরে,  ঝুলন্ত লাশ,  উদ্ধার করল,  থানা পুলিশ
টাংগাইলের সখীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করল সখিপুর থানা পুলিশ
সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার সখিপুর পৌর শহরের ৮ নং ওয়ার্তের এসডিএস  মোড়ের ধুম খালি এলাকা হতে মারিয়া নামেরএক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। 
গতকাল  ২১শে এপ্রিল ২০২৫ রোজ সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার  দিকে নিহতের স্বামীর বাড়ির ঘরের ভিতরে মারিয়াকে ঝুলন্ত অবস্থায়  দেখতে পেয়ে স্থানীয়রা সখিপুর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে সখিপুর থানা পুলিশের একটি টীম আসে  এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
 
২২শে এপ্রিল মঙ্গলবার সকালে সখিপুর থানা পুলিশ  লাশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য টাঙ্গাইল জেলা মর্গে প্রেরণ করেছেন।
এদিকে নিয়াতের মা তাসলিমা জানান আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, এটা হত্যা।  আমার মেয়েকে তার শশুর শাশুড়ি দুজনে মিলে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। নিহত মারিয়ার বাবার নাম মোস্তফা।তিনি সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং  সৌদি প্রবাসী। নিহত মারিয়ার স্বামীর নাম সামীর সেও সৌদি প্রবাসী। 
 
 
অপরদিকে নিহত মারিয়ার শশুর আয়নাল হক বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা আমি তার কিছুই বলতে পারব না। ময়নাতদন্ত রিপোর্ট যা আসবে আমি তাই মেনে নিব। মারিয়ার শাশুরীর নাম ফাতেমা।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম জাকির হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপবৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ১০/ ২০২৫, তারিখ ২২ শে এপ্লিল মঙ্গলবার। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তারপর পুরোপুর নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা, নাকি আত্মহত্যা!
.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ