• ঢাকা
  • শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আসছে ফরিদ উদ্দিন মোহাম্মদ এর কাঠগোলাপের বিয়ে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:০৫ পিএম;
আসছে ফরিদ উদ্দিন মোহাম্মদ এর কাঠগোলাপের বিয়ে
আসছে ফরিদ উদ্দিন মোহাম্মদ এর কাঠগোলাপের বিয়ে
কাঠগোলাপ একটি ফুলের নাম। তার আবার বিয়ে হয় কী করে!  হতে পারে, যদি তা কল্পিত গল্প হয়।  আর সেই গল্প যদি রচনা করেন কবি, তবে তো কথাই নেই। নিরেট প্রেমের গল্পে নির্মিত নাটকটির নাম কাঠগোলাপের বিয়ে। রচনা করেছেন কবি স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদ।  নাটকটি পরিচালনা ও  করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। গতানুগতিক নাটকের চেয়ে এটি ব্যতিক্রমী,  কারণ এর গল্পের পরতে পরতে জায়গা করে নিয়েছে কবিতা। কবি স্বপ্নীল জানান, তার নতুন কাব্যগ্রন্থ আমার পাশে থাকো কিছুক্ষণ-এর বেশ কিছু কবিতা এই নাটকে পাবে দর্শক। রাঙ্গামাটি ও চট্টগ্রামের দৃষ্টিনন্দন কিছু জায়গায় চিত্রায়ন  করা হয়েছে নাটকটি।  এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মীর রাব্বি ও আনিকা আইরা। বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন সালমান আরাফাত, সাইদা ইসলাম প্রমুখ।  কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে  ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে নাটকটি।
.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ