৭ই জুন ২০২৩ইং বুধবার ভোরে ঢাকা- সিলেট হাইওয়ে রোড নাজির বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ১২ জন নিহত ও আহত হয়েছেন আরো ১৭ জন।.
আজ সকাল ৬.১৫ মিনিটের সময় রশিদপুর ও নাজির বাজারের মধ্যবর্তী কুতুবপুর এলাকায় ঢাকা থেকে সিলেট গামী একটি আলু ভর্তি ট্রাক ও পিকাপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে নারী সহ ১১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পর আরো ১ জন সহ সর্বমোট এই পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। .
এছাড়া আরো ১৭ জন আহত অবস্হায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।. .
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়াঃ
আপনার মতামত লিখুন: