• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ নিহত বেড়ে ১৮


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০০ এএম;
সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ নিহত বেড়ে ১৮
সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ নিহত বেড়ে ১৮

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনারে ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিসের কর্মী।   এছাড়া অগ্নিকান্ডে আহত হয়েছেন ৪ শতাধিক।.

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নগরীর অন্যান্য হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে।.

এদিকে, রোববার ভোরে পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সবমিলিয়ে বর্তমানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। তবে সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।.

এছাড়া আগুনে দগ্ধদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।.

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিপোতে এসময় প্রায় ৫০ হাজার কনটেইনার ছিল। সেখানে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।.

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ