• ঢাকা
  • বুধবার, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে,স্মার্ট শিক্ষক হতে হবে ডিসি সুরাইয়া জাহান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৬ পিএম;
স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে,স্মার্ট শিক্ষক হতে হবে : ডিসি সুরাইয়া জাহান
স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে,স্মার্ট শিক্ষক হতে হবে ডিসি সুরাইয়া জাহান

আব্দুল মালেক নিরব: লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলছেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হব। শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে,স্মার্ট শিক্ষক হতে হবে। আপনাদের সুশিক্ষা ফেলে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ গড়বে। জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ সৃষ্টি করতে হবে। ২০৪১ রূপকল্প বাস্তবায়ন করতে হলে সবার আগে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।.


বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'মানসম্মত প্রাথমিক শিক্ষানীতিতে লক্ষ্মীপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের' সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ কথাগুলো বলেন।.


তিনি আরও বলেন- আমরা ছোটবেলা শিখে এসেছি শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। সেই জাতির কারিগর হচ্ছেন (শিক্ষক) আপনারা। আজ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি আপনাদের কারণে। গত ৬ মাসে আমি (ডিসি) বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানে পরিদর্শন করে বুঝছি এ জেলায় শিক্ষার মান এখনও পর্যন্ত মানসম্মত হয়নি। এজন্য সবাই মিলেমিশে কাজ করব মানসম্মত শিক্ষার জন্য।.


সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অতিরিক্ত   প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আকতার হোসেন শাহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।
 . .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ