বইমেলায় আসছে কামরান চৌধুরীর নিথর ইস্টিশন
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩০ এএম; বইমেলায় আসছে কামরান চৌধুরীর নিথর ইস্টিশন
আসন্ন বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক কামরান চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ “নিথর ইস্টিশন”। বইটি প্রকাশ করছে ময়ূরাক্ষী প্রকাশন। ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
“নিথর ইস্টিশন” বইটিতে যাপিত জীবনের প্রেম-ভালোবাসা, সুখ-দুঃখ, হাসি-কান্না এবং সাহসীকতার গল্প রয়েছে। মূলত রেলওয়ে স্টেশনের মানুষদের বিবেকবোধ কতটা নিথর হয়ে গিয়েছে তা কিছু কাল্পনিক চরিত্র এবং ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে।
গত বইমেলায় যৌথকাব্যগ্রন্থ “কাব্যের নিশাচর” সম্পাদনা করে কবিতাপ্রেমিদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন কামরান চৌধুরী। এছাড়া বিভিন্ন যৌথগ্রন্থে পূর্বে তার লেখাও প্রকাশ পেয়েছে। সাহিত্যে অবদানের জন্য কামরান চৌধুরী ২০২১ সালে “প্রহেলিকা প্রকাশন লেখক সম্মাননা স্মারক” ও “অনুভূতির আয়না” নামক যৌথকাব্যগ্রন্থে “সেরা গ্রন্থ লেখক” হিসেবে পুরস্কার লাভ করেন।
উদীয়মান এই তরুণ লেখক বর্তমানে কাজ করছেন অনলাইন প্লাটফর্ম রাইটার্স ক্লাব বিডির কন্টেন্ট রাইটিং টিমের হেড হিসেবে। এছাড়া লাবণ্য মাসিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন তিনি।
.
ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র :
শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: