সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।.
দূর্ঘটনায় নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া থানার মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার মকবুল হোসেন (৩৫), আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)।.
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান। তিনি জানান, রাত ২টার দিকে একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ছয়জন আহত হন।.
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাজশাহীতে আরও একজনের মৃত্যু হয়।.
দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক। এছাড়া মরদেহগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: