• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২৬ পিএম;
হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:- বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর হাওর থেকে এক (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার লক্ষীপুর কবরস্থানের পশ্চিম পাশের একটি খাল থেকে মৃত রাশিদ উল্লাহর ছেলে মোঃ নুর হোসেন (নুরা) পাগলার লাশটি উদ্ধার করা হয়।.

বৃদ্ধ নুর হোসেন ওরফে নুরা পাগলার আত্মীয় স্বজনরা জানান, সাতকাপন ইউনিয়নের বর্তমানে নারকেলতলা গ্রামের বাসিন্দা নুর হোসেন (৭০) দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। দিকে বাড়ি থেকে বের হন। এরপর বিকেল থেকে সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি আত্মীয় স্বজন তার মেয়েরা।.

গতকাল বুধবার বেলা ২টার দিকে প্রতিবেশী গ্রামের লোকজন হাওরে কাজ করতে গেলে একটি খালের মধ্যে নুর হোসেন ওরফে নুরা পাগলার লাশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করলে বাহুবল-নবীগঞ্জ সার্কেল এএসপি বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। পুলিশের ধারণা, স্ট্রোক করে কিংবা পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ