• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অবৈধ পথে ভাবে ভারত পাড়ি দেওয়ার সময় আটক ১১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
অবৈধ পথে ভাবে ভারত পাড়ি দেওয়ার সময় আটক ১১
ভারত পাড়ি দেওয়ার সময় আটক ১১

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মমিনতলা মোড় হতে বাংলাদেশী ১১ জন (পুরুষ-০২, নারী-০৫ ও শিশু-০৪) নাগরিককে আটক করা হয়েছে। আজ ভোরে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টার অপরাধে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের লুৎফর হাওলাদার এর স্ত্রী নাছিমা খাতুন (৪১), তার ছেলে মোঃ নাজমুল হাসান (১৯), একই গ্রামের দুলাল হাওলাদার এর ছেলে মোঃ রিয়াজ (১৯), আজিম হাওলাদার এর স্ত্রী নয়না আক্তার (২৯), তার ছেলে মোঃ নাইম (০৩), মোঃ রফিকুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার (২৭), তার মেয়ে নুরজাহান (১৪), ছেলে বাইজিদ (০৮), ছেলে আব্দুল্লাহ (দেড় বছর) এবং মৃত সামছুল হক এর স্ত্রী রুপিয়া (৫৫)। একই জেলার মোংলা পোর্ট পৌরসভা আরজি মাকরঢোন (মাদ্রাসা রোড) গ্রামের মোঃ দুলাল তালুকদারের স্ত্রী মিনারা বেগম (২৯)।   ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা কার্যক্রম হয়েছে।.

 . .

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ