• ঢাকা
  • রবিবার, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড ১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২০ পিএম;
কমলনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড ১
কমলনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড ১
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাহাব উদ্দিন নামে এক বালু ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকাদিরা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সাহাব উদ্দিন উপজেলার চরকাদিরা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করে আসছেন। 
 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ভুলুয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ ব্যাপারে তাকে বারবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। বৃহস্পতিবার সকাল থেকে পূর্বের মতো বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সাহাব উদ্দিন হাতেনাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত সাহাব উদ্দিনকে বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
 
.

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ(লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ