০১ সেপ্টেম্বর /০৯/২০২১খ্রিঃ তারিখ বিকেল অনুমান ১৫:৪৫ ঘটিকার সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উখিয়া থানাধীন ২নং রত্নাপালং ইউপিস্থ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর হতে গ্রেফতারকৃত আসামী ১।নুর বেগম (৩৯), স্বামী-মৃত দানু মিয়া, সাং-তেলখোলা মাইজ্যাবিল, থানা-উখিয়া, জেলা– কক্সবাজার এর হেফাজত হতে ১,০০০ (এক হাজার ) পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।.
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।.
. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: