
বাংলাদেশ আওয়ামী লীগ , আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আলোচনা সভা , দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আনিছুর রহমান। বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বাবুল আহমেদ , উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির সিকদার , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আলী রুবেল , উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান সরকার ,তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ , চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ূন সরকার , উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাঃ সম্পাদক তফছির সিকদার্। এছাড়া উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাদ আবুল কালাম সুমন ও মনির হোসেন , উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মানিক সিকদার , উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছ সিকদার বাবু , উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ উবায়দুল্লাহ , ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মত্স্যজীবী লীগের সদস্য বেলাল সিদ্দিকী , সাব রেজিস্টার অফিসের দলিল লেখক নাজমুল হক। বক্তারা শ্রদ্ধার সহিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরেন এবং পঁচাত্তুরের ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে বলেন। আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি , বর্তমান আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এবং আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আনিছুর রহমান আলোচনা সভার সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় বলেন , ১৯৭৫ এর ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতার পরাজিত শত্রুরা এদেশকে পাকিস্তানী ভাবাদর্শে নিয়ে যেতে চেয়েছিলো , মুক্তিযুদ্ধের চেতনা ধবংস করে রাষ্ট্র ক্ষমতায় সাম্প্রদায়িক ও স্বৈরাচারী শক্তির আবির্ভাব হয় , যার নেতৃত্ব দিয়েছিলো বেঈমান মোশতাক ও জিয়াউর রহমান , তারা ইনডেমনিটি আইন পাশ করে জাতির পিতা হত্যার বিচারের পথ রুদ্ধ করে। কিন্তু যে মুজিবের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না , তেইশ বছরের আন্দোলন সংগ্রামে যে মুজিবের স্বাধীনতার ডাকে ত্রিশ লক্ষ শহীদ জীবন দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে , এ মুজিবের নাম মুছে দেওয়ার ষড়যন্ত্রে তারা সফল হয়নি , সফল হতে দেয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা , জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ২১ বছরের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয় এবং ১১ জন খুনীর ফাঁসির রায় হয় , এর মধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে ,বাকিরা পলাতক , জাতি কিছুটা কলংকমুক্ত হয়। কিন্তু খুনী চক্র থেমে নেই , তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ যখন অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ , বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল , তারা পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। তারা বহুবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এইসব ষড়যন্ত্রকারীদের রুঁখে দিতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিশেষে করোনা ভাইরাস নিয়ে জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও নানামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও এক হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়। পোগ্রামটি উপস্থাপনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ সজিবুর রহমান।.
ডে-নাইট-নিউজ / মোঃ সজিবুর রহমান
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: