• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জ বিএনপির রাজ পথের ত‍্যাগী নেতা দেলোয়ার হোসেন খোকন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪৫ পিএম;
নারায়ণগঞ্জ,  বিএনপির রাজ পথের ত‍্যাগী নেতা,  দেলোয়ার হোসেন খোকন
নারায়ণগঞ্জ বিএনপির রাজ পথের ত‍্যাগী নেতা দেলোয়ার হোসেন খোকন
নারায়ণগঞ্জ বিএনপির অসংখ্য নেতা কর্মী গত ১৫ বছরের স্বৈরাচার আওয়ামীলীগ এর মিথ্যা মামলা, হত‍্যা, ঘুম আর জুলুমের স্বীকার হয়েছেন বলে নারায়ণগঞ্জ  বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করেছেন। তথ্য সূত্রে জানা যায়, তাদের মধ‍্যে একজন বহু মিথ্যা মামলার আসামি, গ্রেফতার হয়েছেন বহু বার। তবুও রাজনীতির মাঠ ছাড়েননি বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের অনুপ্রাণিত করেছেন। একের পর এক মামলা-হামলা উপেক্ষা করে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঠের নেতা-কর্মীদের সংগঠিত রেখেছেন নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা ছাএদল  সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  দেলোয়ার হোসেন খোকন। 
 
তথ্য সূত্রে আরো জানা যায়, ত‍্যাগী নেতা দেলোয়ার হোসেন খোকন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে রাজ পথে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী শাসক আওয়ামীলীগের অনেক জেল জুলুম ও অত‍্যাচারের স্বীকার হয়েছেন । 
 
জুলাই-আগস্টে রাজপথের আন্দোলন সংগ্রামের বিষয়ে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা ছাএদল  সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  দেলোয়ার হোসেন খোকন। ত‍্যাগী নেতা দেলোয়ার হোসেন খোকন জাতীয় নিউজ পোর্টাল ডে-নাইট নিউজের একান্ত আলাপচারিতায় বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট  জিয়ার রহমানের একজন সৈনিক। আমার নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেএী বেগম খালেদা জিয়া। এবং আমাদের  নেতা বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান  জনাব  তারেক রহমান, তিনি ভার্চুয়ালি বাংলাদেশের সকল বিএনপির নেতা কর্মীদের  সবসময় দিক নির্দেশনা দিতেন এবং এখনো দিয়ে যাচ্ছেন । দেশের মানুষ গেল  ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন। এক পর্যায়ে ছাত্র-জনতা সরকারবিরোধী আন্দোলনে অগ্রসর হতে থাকেন। জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্র থেকে নানা কর্মসূচি অব্যাহত থাকে। এক পর্যায়ে ৪ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের টার্নিং পয়েন্টে দিন ঘনিয়ে আসে। জেলার সকল রাজপথ দখল করে নেয় ছাত্র-জনতা ও বিএনপির কর্মীরা। এমন তথ্য ছড়িয়ে পড়লে ৫ ই আগষ্ট  ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশ উত্তাল হয় এবং পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের।
 
দেলোয়ার হোসেন খোকন রাজপথের আন্দোলন নিয়ে আরো এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যত দিন ধরে রাজনীতি করি, আমি একটা কথা বিশ্বাস করি, কেউ রাজনীতিতে ফাঁকি দিলে রাজনীতিও তাকে ফাঁকি দেবে। আমি আমাদের দেশ নেএী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনবান্ধব রাজনীতি পছন্দ করি। এবং সেই ভাবেই জনগণের পাশে থাকার চেষ্টা করি। পাশাপাশি  দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে ছিলাম, আছি। আমার জীবনই রাজপথের। আমি দুঃসময়ে পিছুপা হইনি। আমি পরিশ্রম করে এতো দূর এসেছি। আমি দুঃসময়ে বিএনপির আপামর নির্যাতিত নেতাদের পাশে থাকার চেষ্টা করেছি, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।  আমি অনেক গুলো রাজনৈতিক  মিথ‍্যা মামলার আসামি, রাজনীতি করার কারণে বিনা দোষে বিভিন্ন সময় জেল-জুলুমের শিকার হয়েছি। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ‍্যমে শেয়ার করছি একটি কুচক্রী মহল আমাকে ছোট করার জন‍্য, আমার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করা জন‍্যই  হিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে   অনেকে ষড়যন্ত্র করছে এবং অতীতে ও করেছিল। কিন্তু একটি কথা বলতে চাই কোন ষড়যন্ত্র কে আমি ভয় পাই না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  আর্দশের সৈনিক এবং আমাদের বিএনপির চেয়ারপারসন  দেশ নেএী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান  জনাব তারেক রহমান এর সৎ সাহসের জনবান্ধব রাজনীতি করি। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে তার আর্দশ বুকে ধারণ  করে রাজ পথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনসাআল্লাহ্।
.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ