আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মেহেদী হাসান (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্যান্য শ্রমিকরা উত্তেজিত হয়ে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে নেমে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এছাড়াও ২টি বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। .
আজ রবিবার সকালে ৭টার দিকে জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের দেশের বাড়ি বরিশাল। তিনি আশুলিয়া জিরাবো ঘোষবাগ এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।.
পুলিশ সূত্র জানায়, আজ সকালে নিজ বাসা থেকে কাজের উদ্দেশে রওনা দেন মেহেদী হাসান। জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের পাশ দিয়ে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। .
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এস আই আরাফাত হোসেন। তিনি বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: