ইকুয়েডরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় গতকাল সোমবার সংঘর্ষের ঘটনা ঘটে।.
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো গণমাধ্যমকে জানান, সংঘর্ষের পর থেকে ১২৮ জন বন্দী এখনো পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে।.
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী বেলাভিস্তা কারাগারে একজন সন্ত্রাসীকে স্থানান্তর করার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। দেশটির সরকারের হিসাব অনুযায়ী, গতবছর কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে চক্রগুলোর সংঘর্ষে অন্তত ৩১৬ জন বন্দীর মৃত্যু হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: