• ঢাকা
  • শুক্রবার, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৯ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২৫ পিএম;
এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে
এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে

পিরোজপুর-০১ আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন ৫ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলাম এর ব্যাপারে হল । কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না । তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে।  কেন্দ্র ঘোষিত জামাতের কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে পিরোজপুর কেন্দ্রিয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কলা বলেন।.

 .

 .

 .

তিনি আরো বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ  রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। টুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজাহারের মুক্তি হচ্ছে না । এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি । এটিএম আজহারুলকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি দেড় কিলোমিটার দূর থেকে একজন তিন কিলোমিটার দূর থেকে আর একজন সাক্ষী, ৬ কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে । এরকমের গাঁজাখুরি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয় ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না। এই পঁচা সাক্ষীর ভিত্তিতে যারা সাক্ষ্য দিয়েছে বিচার করেছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিদের ফাঁসি দাবি করছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। মেহেরবানী করে আমাদের ধৈর্যের চুতি ঘটাবেন না । আমরা কিন্তু ফোস করতে জানি। ৫ই আগস্ট আমরা দেখেছি কিভাবে ফোস করতে হয়।.

 .

 .

 .

এ সময় মাসুদ সাঈদী আরো বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। একই সাথে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে । আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা চাই না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব । আমরা আমাদের মার্কা আদায় করে নেব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ শেষে সাঈদী ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়।.

 .

এ সময় জেলা জামাতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতি আরো উপস্থিত ছিলেন.

সেক্রেটারি মো: জহিরুল হক, সহ সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ। . .

ডে-নাইট-নিউজ / পিরোজপুর প্রতিনিধি

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ