লক্ষ্মীপুরের কমলনগরে বিরোধপূর্ণ দোকান ভিটি দখলে নিতে রাতের আধাঁরে প্রতিপক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার করুনানগর বাজারে এ ঘটনা ঘটে। এনিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় বিবাদমান ফাহমিদা খানমের লোকজন প্রতিপক্ষ একেএম আজাদ উদ্দিনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছেন বলে দাবি করা হয়েছে। .
.
.
জানা গেছে, উপজেলার করুনানগর বাজারের রিতা সিনেমা হল সংলগ্ন চার শতক জমি (দোকান ভিটি) নিয়ে স্থানীয় একেএম আজাদ উদ্দিনের সঙ্গে পাশর্^বর্তী রামগতি উপজেলার চরকলাকোপা এলাকার ফাহমিদা খানমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এদিকে ফাহমিদার লোকজন শনিবার রাতে বিরোধপূর্ণ ওই জায়গা দখলে নিতে এক অংশে থাকা আজাদের দোকানঘর ভাঙচুর করার পাশাপাশি নতুন করে একটি দোকানঘর উত্তোলন শুরু করেন। এ খবর পেয়ে আজাদের লোকজন গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দোকানঘর নির্মাণকাজ বন্ধ করে দেন। .
.
আজাদ উদ্দিনের ছেলে আব্দুল বাছেত খোকন জানান, বাবার ওই দোকানঘরে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে পরিবেশক (কিষোয়ান গ্রুপ) ব্যবসা করে আসছেন। ঘটনার সময় প্রতিপক্ষ ফাহমিদার লোকজন সেই দোকানটি ভাঙচুর করার পাশাপাশি তার মালামালগুলো লুটপাট ও তছনছ করে। এতে তারা প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। .
.
তিনি বলেন, ক্রয় সূত্রে আমরা এ জমির মালিক হলেও প্রতিপক্ষ ফাহমিদা খানম তা দাবি করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।.
এদিকে ফাহমিদা খানম জানান, যে স্থানে তারা দোকান উত্তোলনের চেষ্টা করেছেন সেই দাগে আজাদ উদ্দিনের কোনো মালিকানা নেই। ক্রয়সূত্রে তিনিই ওই জমির প্রকৃত মালিক। কিন্তু প্রতিপক্ষের ভয়ে দিনের বেলায় না করে রাতে তিনি দোকান উত্তোলনের চেষ্টা করেছেন।.
তিনি দাবি করেন, আজাদ উদ্দিনের দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগটি সত্য নয়। .
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, রাতের আধাঁরে জমি দখলের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.
. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি )
আপনার মতামত লিখুন: