কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন তার অবস্থা আশঙ্কাজনক।.
স্থানীয় সময় সোমবার (১৩) রাতে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।.
সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয়। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।.
ঘটনাস্থলেই পেছনের সিটে থাকা দুইজনের মৃত্যু হয়। সামনের সিটে বসা যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।.
এদিকে দুর্ঘটনায় নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে পুলিশ বলেছে- নিহতদের দুইজন ২০ বছর বয়সী। অন্যজনের বয়স ১৭। গাড়ির চালক ২১ বছর বয়সী যুবক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।.
ওপিপি সার্জেন্ট কেরি শ্মিট জানিয়েছেন, গাড়ির চার যাত্রীই বাংলাদেশের নাগরিক। তারা টরন্টোতে পড়ালেখা করছিলেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: