দিনাজপুরের ফুলবাড়ীতে কোচের চাপায় পিষ্ট হয়ে মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র (৪২) ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।.
ঘটনাটি ঘটেছে, আজ রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি নামক স্থানে।.
নিহত মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের শাহাদাত আলীর ছেলে এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের বিএম শাখার কম্পিউটার অপারেশন শাখার প্রভাষক ছিলেন। এছাড়াও তিনি ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। কলেজে যোগদানের পূর্বে তিনি বেসরকারি টিভি চ্যানেল মোহনা টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন এবং দিনাজপুর প্রেসক্লাবের সদস্য ছিলের।.
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র বিজিবি ক্যাম্প এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী সিন্দুরহাটা থেকে ফুলবাড়ী শহরে যাওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকা গামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেটো ব-১৫-৩৮০৭) কোচটি তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ চাকার নিচে পড়ে যান। এতে তার বুকের পাজরের ওপর দিয়ে কোচটি চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কোচটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সড়কে বেরিকেড দিয়ে কোচটি আটক করতে পারলেও কোচের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে প্রভাষক মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ তার সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
থানার অফিসার ইনচার্জ ওসি আশ্রাফুল ইসলাম বলেন, কোচটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। .
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন: