দেশে গত মাসের (অক্টোবর) থেকে নভেম্বর মাসে রেমিট্যান্স কিছুটা বেশি এসেছে। নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১০৭ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি।.
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।.
রেমিট্যান্স পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে অক্টোবর মাসে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। ফলে অক্টোবর অপেক্ষা নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: