গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস
ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম;
গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস
গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ও দুইবারের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস দেশটির কুইন্সল্যান্ডে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান।.
গতকাল শনিবার দিনগত রাতে টাউনসভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের হার্ভে রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে।.
দেশটির পুলিশ জানিয়েছেন, শনিবার রাত ১১টার পর সাইমন্ডসের গাড়িটি অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে চলার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে গড়িয়ে পড়ে।.
অস্ট্রেলিয়ার জরুরি পরিষেবাগুলো তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪৬ বছর বয়সী এ অজি ক্রিকেটার।.
সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ার ল্যাচলান হ্যান্ডারসন শোক জানিয়েছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট তার আরেকটি সেরা সম্পদ হারালো। অ্যান্ড্রু এ প্রজন্মের সেরা এক প্রতিভা ছিলেন, যিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য ও কুইন্সল্যান্ড ক্রিকেটকে সমৃদ্ধ করার মাধ্যমে ইতিহাস হয়ে থাকবেন৷
.
আপনার মতামত লিখুন: