১৫/ আগষ্ট ২০২১ ইংরেজি তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এর নেতৃত্বে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারকালে সর্বমোট ৩,৫৫০(তিন হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ দুই ইয়াবা মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
.
গ্রেফতারকৃত আসামিগণ হলেন ১) মোঃ গোলাম গাউস (৪২) ,পিতাঃ মৃত আঃ সাত্তার মাতাঃমঞ্জুমা বেগম, স্থায়ী সাং- পূর্ব কালাচো (চাঁদগাজী মিয়াজী বাড়ী), ৮ নং ওয়ার্ড, ৯ নং কড়াইয়া ইউনিয়ন, থানাঃ কচুয়া জেলাঃ চাঁদপুর এবং (২) ওমর ফারুক (২৫) (রোহিঙ্গা), পিতাঃ জহির আহাম্মদ, মাতাঃ নুর জাহান বেগম, বর্তমান সাং- বালুখালী-১ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প -৯,ব্লক সি-১,থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার।
.
উক্ত অভিযান কালে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার টিমের সদস্যগণ আজ ১৫ আগস্ট ২০২১ সকাল ১০ঃ১৫ ঘটিকায় কোতয়ালী সিএমপি থানাধীন সিনেমা প্যালেস এর উত্তর পাশে কেসিদে রোডে আসামি মোঃ গোলাম গাউস (৪২) কে আটক করে। অতঃপর তার দেহ তল্লাশি করে তাহার পরিহিত প্যান্টের ডান পকেটে লুকায়িত অবস্থায় ১,৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ ) পিস এবং একই টিম দুপুর ১২ঃ৪৫ ঘটিকায় আসামী ওমর ফারুক (২৫) কে বাকলিয়া সিএমপি থানাধীন নতুন ব্রীজ আলেক শাহ বিল্ডিংয়ের বিপরীতে রাস্তার উত্তর পার্শ্বে আলী আকবরের চা দোকানের সামনে হতে আটকপূর্বক তাহার দেহ তল্লাশিকালে তাহার পরিহিত প্যান্টের পকেটে হতে ২০০০ (দুই হাজার) পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক উক্ত আসামীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীগণ ইয়াবা গুলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে ইয়াবা কৌশলে সংগ্রহ করে ১ নং আসামী মোঃ গোলাম গাউস (৪২),চাঁদপুর জেলায় নিয়ে যাচ্ছিল এবং ২ নং আসামী ওমর ফারুক (২৫) মায়ানমারের রোহিঙ্গা নাগরিক। সে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো সরবরাহ দেয়ার জন্য আসছিল। আসামিগন ইতিপূর্বেও একাধিক বার ইয়াবা পাচার করেছিলো বলে স্বীকার করেছে।
.
চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে উভয় আসামির বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও ধারনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চট্টগ্রাম মহানগরের কোতয়ালী ও বাকলিয়া থানায় পৃথক ২ টি নিয়মিত মামলা দায়ের করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান চট্টগ্রাম
আপনার মতামত লিখুন: