• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৩১ পিএম;
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা

কর্ণফুলী, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওমদ আলী মাঝির বাড়িতে গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবসা বন্ধের জন্য স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।.

 .

 অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অর্থলোভী ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল তার কর্মচারীদের নিয়ে লাইসেন্সবিহীনভাবে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনা করে আসছেন, যার ফলে পুরো এলাকা প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়ছে।.

 .

গত ২৬ মার্চ, ২০২৫ তারিখ সন্ধ্যায় কম দামের সুপার গ্যাস সিলিন্ডার হতে বেশি দামের টোটাল ও বসুন্ধরা গ্যাস সিলিন্ডারে গ্যাস ট্রান্সফারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে মোহাম্মদ ইসমাইল ও তার কর্মী মোহাম্মদ আব্দুল কাদের গুরুতর আহত হন। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।.

 .

অভিযোগে আরও জানানো হয়, ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পলাতক রফিক আহমেদের ভাতিজা এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে, যারা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই অবৈধ ব্যবসা চালাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করে আসছে, যা এখনো অব্যাহত রয়েছে।.

 .

এদিকে, স্থানীয়রা বারবার এই ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানালেও এখন পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্যাস সিলিন্ডারের এ ঝুঁকিপূর্ণ কার্যক্রমের কারণে পুরো এলাকার মানুষ অগ্নিকাণ্ডের পাশাপাশি গ্যাসের দুর্গন্ধের কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যা ভোগ করছেন। এই অবৈধ ব্যবসা তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।.

 .

এমন পরিস্থিতিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই ব্যবসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ পত্র দেওয়া হয়েছে, যাতে পুরো এলাকা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।.

 
.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ