চট্টগ্রামে পৃথক পৃথক এলাকায় পাহাড়ধসে ৪জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত আরও ২ জন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।.
দুর্ঘটনায় নিহতরা হলেন, মাহিনুর আকতার (২০) ও শাহিনুর আকতার (৩০)। তারা আপন দুই বোন। অন্য দুজন হলেন লিটন (২১) এবং ইমন (১৪)। তারা আপন দুই ভাই।.
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর।.
তিনি জানান, রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশালঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের চারজনসহ ছয়জন মাটি চাপা পড়েন। এতে মারা যান শাহিনুর ও মাহিনুর নামে দুই বোন।.
অন্যদিকে রাত আনুমানিক ৩টার দিকে একই থানাধীন বিজয়নগর লেকসিটি এলাকায় আরেক পাহাড় ধসে লিটন ও ইমন মারা যান।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: