• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জাপানে গত ২৪ ঘন্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ১৩


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩০ এএম;
জাপানে গত ২৪ ঘন্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ১৩
জাপানে গত ২৪ ঘন্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ১৩

জাপানে গত ২৪ ঘন্টায় ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১৩ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।.

প্রথমে দেশটির মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর জেরে সুনামির আশঙ্কা দেখা দেয়। ফলে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।.

জাপান টাইমস'র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।.

বিভিন্ন খবরের ফুটেজে ভেঙে পড়া ভবন, বন্দরে ডুবে যাওয়া নৌকা, অগণিত পুড়ে যাওয়া বাড়িঘর এবং হিমাঙ্কের তাপমাত্রায় স্থানীয় বাসিন্দাদের রাতভর বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে দেখা যাচ্ছে।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ