সাজাপ্রাপ্ত পলাতক আসামী নবির মন্ডল (৫০)কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-৬ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার সিআর নং- ৪৭৯/২২ এর ৩৮০ দন্ডবিধির ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ৩২৩ দন্ডবিধির ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী নবির মন্ডলকে ভাটই বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী সদর উপজেলার রাউতাইল গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে নবির মন্ডল।.
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কর সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ নবির মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: