মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।.
বিজিবি সূত্র জানায়, রাতে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে তথ্য পাওয়া যায়। দমদমিয়া সীমান্ত তল্লাশিচৌকির ১ কিলোমিটার দক্ষিণে জালিয়ার দ্বীপ দিয়ে চালানটি আসার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে রাতে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া চৌকির দুটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। রাতে ৮-১০ জন ব্যাক্তি ২ টি নৌকাযোগে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বেড়িবাঁধের দিকে আসছিলেন। তখন বিজিবির টহল দল তাদের ধরার জন্য এগিয়ে গেলে চোরাকারবারিরা পানিতে ঝাপ দিয়ে মিয়ানমারের লাল দ্বীপ এলাকায় পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে নৌকা সহ আটক করে বিজিবি। .
এইসময় আটক নৌকা তল্লাশি করে ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক ৩ জনই রোহিঙ্গা নাগরিক। তারা হলেন কুতুপালং ক্যাম্পের মো. সাকের, বালুখালী ক্যাম্পের মোঃ জাবের, মিয়ানমারের মংডু এলাকার মোহাম্মদ ইউনুস । .
২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোঃ ইফতেখার জানান, আটক মাদককারবারী ও মাদক সহ টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর প্রক্রিয়াধীন৷ . .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: