• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিম সুশীলও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০৯ পিএম;
পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিম সুশীলও
পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিম সুশীলও

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যুর পর মারা গেছেন তাদের আরেক ভাই রক্তিম সুশীল।.

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বোন জামাই খগেশ চন্দ্র।  .

বাবার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে বাড়িতে একত্রিত হয়েছিলেন সাত ভাই ও দুই বোন। গত ৮ ফেব্রুয়ারি সকালে স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে একসঙ্গে বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ ভাইয়ের মৃত্যু হয়। ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ভাই। এর ১৩ দিন পর আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আরেক ভাই রক্তিম শীলও।.

এ ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান তাদের বোন মুন্নী সুশীল। আহত হন আরও দুই ছেলে ও এক মেয়ে। নিহতদের বোন হীরা শীল হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি পা কেটে ফেলা হয়েছে।.

উল্লেখ্য, এ ঘটনার তিন দিন পর পিকআপ চালক সাহিদুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‍্যাব।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ