দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভে পাথরের আঘাতে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির আব্দুল মান্নান শেখ (৪২) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল বৃহস্পতিবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে ওই শ্রমিকের মৃত্যু হয়। .
নিহত আব্দুল মান্নান শেখ রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহাড়ীপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে এবং মধ্যপাড়া পাথরখনি ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির শ্রমিক ছিলেন। .
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভূগর্ভে পাথর ক্লিনের কাজ করছিলেন শ্রমিক আব্দুল মান্নান শেখ। ভোররাতে হঠাৎ তার শরীরে পাথর পড়লে তিনি গুরুত্বও আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।.
মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালেব ফরাজি বলেন, ভূগর্ভে পাথর ক্লিন করার সময় শরীরে পাথর পড়ে তিনি আহত হন ওই শ্রমিক। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু।
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: